পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর পরিবারের সদস্য বা দলীয় নেতাকর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না।
এই দীর্ঘ সময় ধরে কোনো নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় এবং অনলাইনে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর ছেলেরা।
ইমরানের দুই ছেলে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বাবার অবস্থা গোপনের অভিযোগ এনেছেন এবং অবিলম্বে জনসমক্ষে 'প্রুফ অব লাইফ' বা তিনি বেঁচে আছেন কি না, তার প্রমাণ দেয়ার দাবি জানিয়েছেন।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতাকে বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রাখা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহে স্বজনদের দেখা করার অনুমতি থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ পরিবারের।
ডিবিসি/এসএফএল