আন্তর্জাতিক, পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে আজ থেকে পাকিস্তানে বিক্ষোভ, ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ১১:৩৬:৩৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইমরান খানের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (৫ই আগস্ট) থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করতে যাচ্ছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি।

পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, এটি কোনো 'ফাইনাল কল' নয় বরং দীর্ঘমেয়াদি এক প্রতিবাদের শুরু। তিনি জানান, দলের প্রাদেশিক শাখাগুলোকে র‍্যালি, গণসচেতনতা বৃদ্ধি ও অন্যান্য কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তিতে এই আন্দোলনের সূচনা হলো।

 

আসাদ কায়সার অভিযোগ করেন, ইতোমধ্যে দলের কর্মী ও সংসদ সদস্যদের বাড়িতে অভিযান চালানো হয়েছে এবং অনেককে গ্রেফতারও করা হয়েছে। তিনি বলেন, পাঞ্জাব ও কাশ্মীর অঞ্চলে বিশেষভাবে অভিযান জোরদার করা হয়েছে এবং বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গ্রেফতার হওয়া কর্মীদের প্রকৃত সংখ্যা জানার জন্য তথ্য সংগ্রহ চলছে বলেও জানান তিনি।

 

এদিকে আগামী ১০ আগস্ট পর্যন্ত রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, জেলার সীমানার মধ্যে সব ধরণের সমাবেশ, অবস্থান, বিক্ষোভ, বিক্ষোভ এবং চারজনের বেশি ব্যক্তির সমাবেশ তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।  এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

 

পিটিআই-এর সিনেটর আলি জাফর বলেছেন, ইমরান খান নির্যাতনের মুখে থেকেও দৃঢ় সংকল্পে আছেন এবং আদালতের মাধ্যমেই মুক্তি পেতে চান।

 

সূত্র: ডন

ডিবিসি/এমএআর

আরও পড়ুন