আন্তর্জাতিক

ইয়েমেনে ফুটবল খেলার সময় বিস্ফোরণে ৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুলাই ২০২৫ ১১:১৭:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাইজ শহরে একটি আবাসিক এলাকায় ফুটবল খেলার সময় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে অন্তত পাঁচ শিশু নিহত হয়েছে। শুক্রবার রাতে (১২ই জুলাই) এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মানবাধিকার সংস্থা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-হাশমা উপজেলায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।

 

তবে, শনিবার (১৩ই জুলাই) ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আই অফ হিউম্যানিটি নামে আরেকটি মানবাধিকার সংস্থা, সেইসাথে হাউথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সহযোগী ইসলাহ পার্টি-সমর্থিত মিলিশিয়ারা একটি আর্টিলারি শেল নিক্ষেপ করেছিল।

 

আহমেদ আল-শারী এবং খালেদ আল-আরেকি নামে দুই স্থানীয় প্রত্যক্ষদর্শী অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, শিশুরা ফুটবল খেলার সময় বিস্ফোরণটি ঘটে। তাদের মতে, অন্তত তিনজন সামান্য থেকে মাঝারি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। মাহমুদ আল-মানসি নামে আরেক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরকটি এমন একটি এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছিল যেখানে ইসলাহ পার্টির মিত্র বাহিনী উপস্থিত ছিল।

 

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর একজন মুখপাত্র এপিকে জানিয়েছেন, তারা এই ঘটনার খবর সম্পর্কে অবগত, তবে এই মুহূর্তে তথ্য যাচাই করতে পারছেন না।

 

ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং শিশুদের ছিন্নভিন্ন দেহের মর্মান্তিক ছবি সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

 

আল-রাফাই হাসপাতালের স্বাস্থ্যসেবা সূত্র উদ্ধৃত করে সংস্থাটি বলেছে, নিহত শিশুরা স্প্লিন্টারের আঘাতে মারা গেছে। নিহত শিশুদের মধ্যে দুজনের বয়স ১২ বছর এবং দুজনের বয়স ১৪ বছর। পঞ্চম শিশুর বয়স জানা যায়নি।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন