আন্তর্জাতিক, এশিয়া

ইয়েমেনে বিমান হামলা চালাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনের হাদরামাউত প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

শুক্রবার (২রা জানুয়ারি) ইয়েমেনি সরকারি বাহিনীর অবস্থানের নিয়ন্ত্রণ নেওয়ার সময় এসটিসি যোদ্ধারা অতর্কিত হামলার চেষ্টা করলে এই সংঘাতের সূত্রপাত হয়।

 

ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি সেনাদের অগ্রযাত্রা নিরাপদ রাখতে জোটের যুদ্ধবিমানগুলো এই আক্রমণ পরিচালনা করে।

 

হাদরামাউতের গভর্নর সালেম আল-খানবাশি জানিয়েছেন, দেরা আল-ওয়াতান ইউনিটের সদস্যরা যখন শান্তিপূর্ণভাবে সামরিক অবস্থান পরিবর্তনের কাজ করছিল, তখন এসটিসি বাহিনী তাদের ওপর হামলার চেষ্টা চালায়। এর ফলে সংঘাত এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে বিমান হামলার প্রয়োজন পড়ে।

 

এসটিসি কর্মকর্তারা জানিয়েছেন যে, হাদরামাউতের আল-খাসাহ এলাকার একটি ক্যাম্পে মোট সাতবার বিমান হামলা চালানো হয়েছে, যাতে বেশ কিছু যোদ্ধা হতাহত হয়েছেন। হামলার পর এসটিসি যোদ্ধারা একটি পাল্টা স্থল আক্রমণ প্রতিহত করার দাবিও করেছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এই সামরিক উত্তেজনা কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকেনি, বরং কূটনৈতিক ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছে। বিমান হামলার কিছু সময় আগে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের অভিযোগ করেন যে, এসটিসি প্রধান আইদারুস আল-জুবাইদির নির্দেশে একটি সৌদি প্রতিনিধিদল বহনকারী বিমানকে এডেন বন্দরে অবতরণ করতে দেওয়া হয়নি। 

 

এই ঘটনার জেরে গত বুধবার থেকেই এডেন বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে, যার ফলে বেসামরিক বিমান চলাচলও বন্ধ হয়ে পড়েছে। সৌদি আরবের পক্ষ থেকে এই ঘটনাকে একটি বিপজ্জনক উস্কানি হিসেবে অভিহিত করা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে এসটিসি প্রধান ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন।

 

মূলত ডিসেম্বর মাসের শুরু থেকেই হাদরামাউত এবং আল-মাহরা প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি-সমর্থিত সরকার এবং আমিরাত-সমর্থিত এসটিসির মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। এই প্রদেশ দুটি খনিজ সম্পদে সমৃদ্ধ এবং ইয়েমেনের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। 

 

এসটিসি দীর্ঘ দিন ধরে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার দাবি জানিয়ে আসলেও দেশটির সরকার অখণ্ডতা রক্ষায় অনড় অবস্থান নিয়েছে। এই নতুন দফার সংঘাত ইয়েমেনের অভ্যন্তরীণ বিরোধী জোটের মধ্যকার ফাটলকে আরও স্পষ্ট করে তুলেছে এবং দীর্ঘস্থায়ী শান্তি আলোচনার সম্ভাবনাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন