আন্তর্জাতিক, এশিয়া

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাধরামাউত ও মাহরা প্রদেশে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত ‘সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল’ বা এসটিসি-এর অবস্থানে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত সাতজন যোদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (২রা ডিসেম্বর) মুকাল্লায় এসটিসি-এর আল-খাসাহ ক্যাম্পে চালানো এই হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। গত মাসে এই দুই প্রদেশে এসটিসি-এর ব্যাপক অগ্রযাত্রার পর এই প্রথম সৌদি জোট তাদের ওপর প্রাণঘাতী বিমান হামলা চালালো।

 

এসটিসি-এর পক্ষ থেকে এই হামলাকে সৌদি সমর্থিত বাহিনীর সাথে একটি ‘চূড়ান্ত ও অস্তিত্ব রক্ষার’ লড়াই হিসেবে অভিহিত করা হয়েছে। এসটিসি-এর ওয়াদি হাধরামাউত অঞ্চলের প্রধান মোহাম্মদ আবদুল মালিক জানিয়েছেন, আল-খাসাহ ক্যাম্প লক্ষ্য করে মোট সাতটি বিমান হামলা চালানো হয়েছে এবং ওই অঞ্চলের আরও কিছু স্থানেও হামলা হয়েছে। 

 

সৌদি সামরিক বাহিনীর একটি ঘনিষ্ঠ সূত্র সতর্ক করে জানিয়েছে, এসটিসি সম্প্রতি দখল করা দুই প্রদেশ থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে হাধরামাউতের গভর্নর এবং সৌদি সমর্থিত বাহিনীর নেতা সালেম আল-খানবাশি দাবি করেছেন, তাদের এই অভিযানটি ছিল শান্তিপূর্ণভাবে সামরিক সাইটগুলো বুঝে নেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে লক্ষ্য করে করা হয়নি।

 

তবে এসটিসি-এর পররাষ্ট্র বিষয়ক প্রতিনিধি আমর আল বিদ রিয়াদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, সৌদি আরব একটি শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করেছে এবং ঘোষণার কয়েক মিনিট পরেই বিমান হামলা শুরু করেছে। এই সংঘাতের ফলে ইয়েমেনের সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নতুন করে চরম রূপ নিয়েছে। 

 

ইতোমধ্যে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবির অভিযোগ করেছেন যে, এডেন বিমানবন্দরে একটি সৌদি প্রতিনিধি দলকে অবতরণ করতে বাধা দিয়েছে এসটিসি। এর জেরে গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এডেন বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করেনি।

 

সূত্র: ফ্রান্স ২৪

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন