উত্তর ইরাকের একটি গুহায় তল্লাশি অভিযানের সময় বিষাক্ত মিথেন গ্যাসে আক্রান্ত হয়ে আটজন তুর্কি সৈন্য মারা গেছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে নিহত এক তুর্কি সৈন্যের দেহাবশেষ উদ্ধারের জন্য গুহাটিতে তল্লাশি চালাচ্ছিল সেনাদলটি।
বিবৃতিতে আরও বলা হয়, গুহার ভেতরে গ্যাসে আক্রান্ত আরও ১১ জন সৈন্যকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তুরস্ক দীর্ঘদিন ধরে উত্তর ইরাকে পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযানের অংশ হিসেবেই সৈন্যরা ওই দুর্গম এলাকায় মোতায়েন ছিলেন।
তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স।
ডিবিসি/এমইউএ