পূর্ব ইরাকের কুত শহরে একটি বহুতল ভবনে অবস্থিত হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত ও আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ প্রদেশের গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, আগুনটি একটি হাইপারমার্কেট এবং একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বহু পরিবার সেখানে রাতের খাবার ও কেনাকাটায় ব্যস্ত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুত শহরের একটি পাঁচতলা ভবন আগুনের লেলিহান শিখায় ছেয়ে গেছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
গভর্নর আরও জানান, দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এই মর্মান্তিক ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। গভর্নর আল-মায়াহি এই ঘটনাকে "একটি ট্র্যাজেডি ও মহাবিপর্যয়" বলে অভিহিত করেছেন। আইএনএ-কে গভর্নর আরও জানান, "আমরা ভবন ও মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি।"
ডিবিসি/আরএসএল