ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্দোলনের ১৪তম দিনে শনিবার (১০ জানুয়ারি) সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্প লিখেছেন, “ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, সম্ভবত এর আগে এমন স্বাধীনতা তারা কখনো চায়নি। যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত আছে।”
এদিকে, রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে নতুন করে রাজপথে জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা। টানা দুই রাত কঠোর দমনের পরও আজ শনিবার রাত থেকে আবারও বড় আকারের জমায়েত শুরু হয়েছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ মানুষ সমবেত হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করছেন।
এছাড়া তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকায় বিক্ষোভকারীদের বিশাল মিছিল দেখা গেছে। সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ রাজতন্ত্রের পক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীদের কণ্ঠে ‘গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য’ এমন স্লোগানও শোনা যায়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/পিআরএএন