অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক দুটি ইহুদিবিদ্বেষী হামলার পেছনে ইরানের সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ক্যানবেরা থেকে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়নের কথাও ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬শে আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই কঠোর পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাগুলো অন্তত দুটি ইহুদিবিদ্বেষী হামলার পেছনে ইরানের হাত থাকার বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ পেয়েছে।
আলবানিজ বলেন, ‘এগুলো ছিল আমাদের সামাজিক সম্প্রীতি ভাঙার এবং সমাজে বিভেদ সৃষ্টির অপচেষ্টা। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অস্ট্রেলিয়ান সরকার এর বিরুদ্ধে শক্ত ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘কিছুক্ষণ আগেই আমরা অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে জানিয়েছি যে, তাকে বহিষ্কার করা হবে।’
এই সিদ্ধান্তের পাশাপাশি অস্ট্রেলিয়া ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে। প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, তেহরানে কর্মরত সকল অস্ট্রেলিয়ান কূটনীতিককে নিরাপদ তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আলবানিজ ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণাও দেন। তিনি বলেন, ‘আমি আরও ঘোষণা করছি যে সরকার ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়ন করবে।’
এই পদক্ষেপ অস্ট্রেলিয়া ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে একটি বড় ধরনের অবনতি হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি রাষ্ট্রের মদদে সহিংস কার্যকলাপ বরদাশত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে আলবানিজ সরকার।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/পিআরএএন