আন্তর্জাতিক, অন্যান্য

ইরানীদের ‘প্রতিষ্ঠান দখল’ করার আহ্বান ট্রাম্পের, বললেন সাহায্য আসছে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের জেরে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা স্থগিত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইরানের জনগণকে তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে সাহায্য আসছে।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানি দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন। হত্যাকারী এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করে রাখুন।’

 

বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘তাদের (নিপীড়নকারীদের) এর জন্য চড়া মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের এই বিবেকহীন হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে। MIGA!!!’

 

উল্লেখ্য, ট্রাম্প তার পোস্টে ‘MIGA’ শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ ‘মেক ইরান গ্রেট এগেইন’ (ইরানকে আবারও মহান করুন)। এটি ট্রাম্পের জনপ্রিয় স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ এর আদলে তৈরি।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন