আন্তর্জাতিক

ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই জুন ২০২৫ ০১:৩২:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাধারণ জনগণকে ইরানের বর্তমান ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ‘গত কয়েক দশক ধরে যে অশুভ ও নিপীড়ক শাসকগোষ্ঠী আপনাদের ঘাড়ে চেপে বসে আছে, তাদেরকে নামানোর সময় এসেছে। আপনারা আপনাদের পতাকা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ছায়াতলে আসুন। নিপীড়নবাদী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হোন, আওয়াজ তুলুন। যে সুযোগ আপনাদের সামনে এসেছে, তাকে গ্রহণ করুন।’

 

তিনি আরও বলেন, ‘ইরানে আমরা যে সামরিক অভিযান শুরু করেছি, তা সেখানকার জনগণের বিরুদ্ধে নয়। আমাদের সামরিক অভিযান ইরানের পরমাণু হুমকি ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে।’

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন