মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান একটি চুক্তি করতে চায়। তবে একই সঙ্গে তিনি ইরানের দিকে ভেনেজুয়েলার চেয়েও শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন।
ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না এবং কোনো হুমকির মুখে সংলাপে বসবে না তেহরান।
পাশাপাশি ইরানকে চাপে রাখতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নতুন করে আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
ডিবিসি/এমইউএ