আন্তর্জাতিক, এশিয়া

ইরানের নেতৃত্ব পেলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি!

Md Faysal Hasan

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন এবং একটি নতুন ও আধুনিক ইরানের উত্থান নিয়ে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে তিনি জানান, একটি নতুন গণতান্ত্রিক ইরান প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই দেশটি ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করবে।

ইরানের পররাষ্ট্রনীতি নিয়েও কথা বলেছেন পাহলভি। বিদ্যমান 'আব্রাহাম চুক্তি'কে আরও বিস্তৃত করে 'সাইরাস চুক্তিতে' রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করতেও দেখা যায় তাকে।। এই চুক্তির মূল উদ্দেশ্য হবে একটি স্বাধীন ইরান, ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে মেলবন্ধন তৈরি করে পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। পাহলভি স্পষ্ট করে দিয়েছেন, তিনি দায়িত্ব পেলে ইরান কোনো সন্ত্রাসী সংগঠনকে আর অর্থায়ন করবে না এবং তাদের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিও পুরোপুরি বন্ধ করে দেবে। এর পরিবর্তে দেশটি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটি দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করবে এবং মাদক পাচার ও চরমপন্থার বিরুদ্ধে সোচ্চার থাকবে।

 

রেজা পাহলভি তাঁর এই বক্তব্যে ইরানের সাধারণ মানুষের অমিত সম্ভাবনার কথা তুলে ধরেছেন। তিনি ইরানি জনগণকে অত্যন্ত শিক্ষিত ও আধুনিক উল্লেখ করে বলেন, তারাই দেশের অব্যবহৃত অর্থনৈতিক শক্তিকে পুনরায় জাগ্রত করবে। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন