আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জি-সেভেনের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা জুলাই ২০২৫ ০৯:৩৭:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছেন। একইসাথে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য পুনরায় আলোচনা শুরুর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সোমবার (৩০শে জুন) যৌথ বিবৃতিতে বলা হয়, "আমরা ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় একটি ব্যাপক, যাচাইযোগ্য এবং টেকসই চুক্তির লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি।"

 

এই বিবৃতির প্রেক্ষাপট হলো, গত এপ্রিল মাস থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন কূটনৈতিক সমাধানের খোঁজে যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে আলোচনা চলছে। তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। অন্যদিকে, ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো নিশ্চিত করতে চায় যে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

 

জি৭ পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে। 


তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন