ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারকে সমর্থন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, এই বিষয়ে ইসলামাবাদ তেহরানের পাশে রয়েছে। রবিবার (৩রা আগস্ট) দুই দিনের সফরে পাকিস্তানে আসা ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফ এ কথা বলেন।
পারমাণবিক কর্মসূচির জন্য ইরান যখন তীব্র আন্তর্জাতিক বিরোধিতার সম্মুখীন হচ্ছে, ঠিক সেসময়ই তাদের পাশে থাকার ঘোষণা দিল পাকিস্তান। সংবাদ সম্মেলনে শেহবাজ জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভৌগোলিক এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, "আজ ইরানের সাথে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আমি আশা করি এগুলো খুব শীঘ্রই চুক্তিতে রূপান্তরিত হবে।" দুই দেশ ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানান পাক প্রধানমন্ত্রী।
ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ ইসরায়েলের "অযৌক্তিক হামলার" নিন্দা জানান এবং ইরানে শহীদদের জন্য প্রার্থনা করেন। ফিলিস্তিনিদের প্রতি তেহরানের সমর্থনের প্রশংসা করে পাক প্রধানমন্ত্রী গাজার নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সভ্য বিশ্বের প্রতি আহ্বান জানান। শেহবাজ শরীফ বলেন, "গাজায় শান্তির জন্য বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।"
এদিকে, আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান পাকিস্তানকে তাঁর "দ্বিতীয় বাড়ি" বলে অভিহিত করেন। পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করে, ইরানের রাষ্ট্রপতি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমর্থনের জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের ওপর জোর দেন।
তথ্যসূত্র: জিও নিউজ
ডিবিসি/এমএআর