ইরানে আটক দুই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
দেশটির বিচার বিভাগ সম্পর্কিত বার্তাসংস্থা মিজানের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহ করছিলেন। ইরানের অভিজাত বিপ্লবী গার্ড সাম্প্রতিক বছরগুলোতে কয়েক ডজন বিদেশী এবং দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করেছে। যাদের বেশিরভাগের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।
আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য না জানিয়ে মিজান বলেছে, “আটককৃত ব্যক্তিরা পর্যটক হিসেবে ইরানে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রদেশে তথ্য সংগ্রহ করেছিল। ব্রিটিশ মিডিয়া রিপোর্ট অনুসারে, এই জুটি পঞ্চাশের দশকের প্রথম দিকে বিবাহ করেন।
ইরানের বিচার বিভাগীয় এক কর্মকর্তাকে উদ্ধৃত করে মিজান বলেছে, আটক দু'জনের গোয়েন্দা পরিষেবার সাথে যুক্ত থাকা এবং অভিযুক্ত লিঙ্কগুলোর তদন্ত চলছে। ইরানি কর্তৃপক্ষ এই জুটির বিরুদ্ধে পশ্চিমা গোয়েন্দা সংস্থার সাথে সংযোগের অভিযোগ এনে বলেছে যে তারা "শত্রু ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা পরিষেবাগুলোর সাথে যুক্ত গোপন সংস্থাগুলোর সহযোগিতা করছে"।
ওই দম্পতি জানিয়েছেন, তারা ডিসেম্বরে আর্মেনিয়া থেকে ইরানে প্রবেশ করেন। এদিকে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বলেছে যে তারা "ইরানে আটক দুই ব্রিটিশ নাগরিককে কনস্যুলার সহায়তা প্রদান করছে" এবং ইরানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।
ডিবিসি/ এসএসএস