তীব্র তাপপ্রবাহ এবং ভয়াবহ পানি সংকটে ভুগছে ইরান। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে, যা এই বছরের উষ্ণতম সপ্তাহ।
এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ জনগণকে পানি ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছে এবং রাজধানী তেহরান প্রদেশে ছুটি ঘোষণা করেছে।
সংকট এতটাই তীব্র যে তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধারে পানির স্তর গত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
রবিবার সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, চলমান তাপপ্রবাহের কারণে পানি ও বিদ্যুৎ সংরক্ষণের জন্য বুধবার তেহরান প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, রবিবার তেহরানের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট)। আজ, সোমবার, তাপমাত্রা আরও বেড়ে ৪১ ডিগ্রি সেলসিয়াসে (১০৬ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ