ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। দেশটির বিভিন্ন প্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গত দুই দিনে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর ঘটনার পর এটিই ইরানে সবচেয়ে বড় বিক্ষোভ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে দক্ষিণ-পশ্চিম চাহারমহল ও বখতিয়ারি প্রদেশের লর্ডগান কাউন্টিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত দুজন নিহত হন। তবে নিহতরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নাকি বিক্ষোভকারী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফারস নিউজের দাবি, কিছু বিক্ষোভকারী সশস্ত্র ছিল এবং তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তবে এর স্বপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের গভর্নরের কার্যালয় ও বিভিন্ন ব্যাংকে পাথর ছুড়তে দেখা গেছে।
এর আগে বুধবার (৩১শে ডিসেম্বর) রাতে লোরেস্তান প্রদেশের কুহদান্ত শহরে বিক্ষোভ চলাকালে বাসিজ প্যারামিলিটারি বাহিনীর এক সদস্য নিহত এবং ১৩ জন আহত হন। স্থানীয় প্রসিকিউটর জানিয়েছেন, সহিংসতার অভিযোগে সেখান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানি মুদ্রার রেকর্ড দরপতনের ফলে ব্যবসায়ী, দোকানদার ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। এদিকে, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তারা ইরান সরকারকে জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।
সূত্র: সিএনএন
ডিবিসি/এনএসএফ