আন্তর্জাতিক, আরব

ইরানে হামলার জন্য নিজেদের ভূমি ও আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানে চলমান বিক্ষোভ দমনে কড়াকড়ি এবং এর ফলে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালানোর জন্য তারা নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। সৌদি আরব সরাসরি তেহরানকে এই বার্তা পৌঁছে দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের অংশ হবে না।

 

রিয়াদ স্পষ্ট করেছে, ওয়াশিংটন তেহরানের ওপর সামরিক হামলার হুমকি দিলেও সৌদি আরবের মাটি বা আকাশপথ হামলার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

 

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মীদের এবং নাগরিকদের জন্য অতিরিক্ত সতর্কতা জারির পরামর্শ দিয়েছে। বিশেষ করে সামরিক স্থাপনাগুলোর আশেপাশে চলাচলের ক্ষেত্রে সাবধান থাকতে বলা হয়েছে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র 'কঠোর পদক্ষেপ' নেবে। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, সাহায্য আসছে।

 

উত্তেজনার জেরে কাতার তাদের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। কাতার সরকার জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তার খাতিরে তারা এই ব্যবস্থা নিচ্ছে।

 

অন্যদিকে ইরানও সতর্ক করে বলেছে, তাদের ওপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং নৌ-সম্পদ লক্ষ্য করে তারা পাল্টা আঘাত হানবে।

 

তথ্যসূত্র গালফ নিউজ

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন