আন্তর্জাতিক, আরব

ইরানে হামলা চালাতে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের বিরুদ্ধে কোনো প্রকার সামরিক হামলায় নিজেদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে কোনো ধরনের লজিস্টিক সহায়তাও প্রদান করা হবে না।

বিবৃতিতে আমিরাত সরকার জোর দিয়ে বলেছে, বর্তমান সংকট মোকাবিলায় সংলাপ, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান জানানোই সবচেয়ে কার্যকর পন্থা। কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির যে নীতি আমিরাত অনুসরণ করে, এই সিদ্ধান্তে তারই প্রতিফলন ঘটেছে।

 

গত মাসে ইরানে অর্থনৈতিক পরিস্থিতির অবনতি এবং সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে গত শুক্রবার বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং তিনটি ডেস্ট্রয়ার ভারত মহাসাগরে পৌঁছেছে। এগুলো বর্তমানে ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে।

 

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, একটি আমেরিকান ‘নৌবহর’ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন ইরানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, তেহরানকে মোকাবিলায় সামরিক পদক্ষেপসহ সব পথই খোলা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তন আনতে চাইছে বলেও অভিযোগ রয়েছে।

 

এদিকে ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার দ্রুত ও ব্যাপক জবাব দেওয়া হবে।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন