মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে প্রয়োজনে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে রাশিয়া।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ সংবাদ সংস্থা তাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই পারমাণবিক স্থাপনায় যেকোনো ধরনের হামলা হলে তা ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিলের মতো ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর রাশিয়ার সহায়তায় নির্মিত হয়েছে এবং বর্তমানে সেখানে শতাধিক রাশিয়ান কর্মী কর্মরত আছেন।
এছাড়া রাশিয়ার সহযোগিতায় ইরানে আরও নতুন পারমাণবিক সুবিধা নির্মাণের কাজ চলছে। কর্মীদের নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে রাশিয়া এই প্রস্তুতির কথা জানিয়েছে।
ডিবিসি/এনএসএফ