আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) নিশ্চিত করেছে তাদের পরিদর্শকদের একটি দল ইরান থেকে "নিরাপদে" অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থার সদর দপ্তরে ফিরে এসেছে।
IAEA-এর মহাপরিচালক, রাফায়েল গ্রোসি, গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানে আমাদের অপরিহার্য পর্যবেক্ষণ এবং যাচাইকরণ কার্যক্রম যত দ্রুত সম্ভব পুনরায় শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর জন্য আমরা ইরানের সাথে আলোচনা করতে প্রস্তুত।
এই অচলাবস্থার সূত্রপাত হয় গত মাসে, যখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় সমন্বিত হামলা চালায়। এর প্রতিক্রিয়ায়, ইরানের নবনির্বাচিত রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান IAEA-এর সাথে সহযোগিতা সীমিত করার একটি বিলে স্বাক্ষর করেন।
নতুন এই আইন অনুযায়ী, এখন থেকে জাতিসংঘের পরিদর্শকদের যেকোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (Supreme National Security Council) অনুমতি গ্রহণ করতে হবে, যা পরিদর্শকদের স্বাধীন কার্যক্রমকে কার্যত স্থগিত করার সামিল।তথ্যসূত্র: আলজাজিরা।
ডিবিসি/এএমটি