পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, ইরান পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। যদিও ইরান কখনোই এ অভিযোগ স্বীকার করেনি।
বুধবার তেহরানে পৌঁছানো গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং পারমাণবিক প্রধানের সাথে ইরান-মার্কিন পারমাণবিক আলোচনাকে কীভাবে সমর্থন করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা ব্যর্থ হলে ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন।
"আমি আমেরিকান আলোচকের সাথেও যোগাযোগ করছি যাতে তারা দেখতে পারে কিভাবে সংস্থাটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে এবং আলোচনায় ইতিবাচক ফলাফল অর্জনে সহায়তা করতে পারে," গ্রোসি বলেন, যেকোনো পারমাণবিক চুক্তি বৈধ করার জন্য IAEA কর্তৃক যাচাইকরণের প্রয়োজন হবে।
২০১৮ সালে ট্রাম্প ইরান এবং প্রধান বিশ্বশক্তির মধ্যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন, যার ফলে ইরান পরবর্তীতে সেই চুক্তির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমা অতিক্রম করে এবং IAEA-এর তত্ত্বাবধান সীমিত করে।
ফেব্রুয়ারিতে IAEA একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে যে বর্তমান পরিস্থিতি "গুরুতর উদ্বেগের" কারণ তেহরান অস্ত্রের স্তরের কাছাকাছি, ৬০% পর্যন্ত বিশুদ্ধতা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তেহরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে।
ডিবিসি/ অমিত