আন্তর্জাতিক, আমেরিকা, ইউরোপ

ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই মার্চ ২০২৪ ১১:০৫:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছেন ই-কমার্স জ্যায়ান্ট অ্যামাজন ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সে দেখা যাচ্ছে, ২০২১ সালের পর প্রথমবারের মতো বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ৬০ বছর বয়সি বেজোস। ২০০.৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।
 

অন্যদিকে, এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইলন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। এছাড়াও তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ফরাসি ব্যবসায়ী ও এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট। তার সম্পদের পরিমাণ ১৯৭ দশমিক ৩ বিলিয়ন ডলার। ১৭৯ বিলিয়ন নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর পঞ্চম স্থানে রয়েছেন বিল গেটস। তার সম্পদের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার।
 

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের শেষের দিক থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় রয়েছে অ্যামাজনের শেয়ার। অন্যদিকে, ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার তার সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে।
 

ব্লুমবার্গ বলছে, টেসলার শেয়ারের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। আর করোনা মহামারির শুরুর দিক থেকে অ্যামাজন অনলাইনে পণ্য বিক্রিতে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। তাতেই ইলন মাস্ককে পেছনে ফেলেছেন বেজোস।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন