বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হলে ঢাকা অচল করে দেয়ার হুমকিও দিয়েছেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ না পড়িয়ে সরকার টালবাহানা করছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে অবস্হান কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা।
বুধবার (১৪ই মে) ঢাকার নাগরিকবৃন্দের ব্যানারে এই ঘেরাও কর্মসূচি পালিত হয়। তাদের একটাই দাবি বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, গেজেট প্রকাশের পরও তাকে শপথ করানোর উদ্যোগ নেয়নি সরকার। ৫ই আগস্টের পর নগরের অচলাবস্থা কাটাতে মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেয়া হয়।
এর আগে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩রা মার্চ মামলা করেন ইশরাক হোসেন। গত ২৭শে মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে। আদালতের রায়ের পর গত ২৭শে এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
ডিবিসি/ অমিত