বাংলাদেশ, রাজনীতি

ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে রাজধানীতে লাগাতার আন্দোলন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে রাজধানীতে লাগাতার আন্দোলন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ মানুষ।

এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরাও। 

 

গেজেট প্রকাশের পরও ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ই মে) গণ-অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

 

এর ধারাবাহিকতায় আজ সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়। ফলে সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ পালন করছেন তারা। প্রস্তুতি নিচ্ছেন সচিবালয় অভিমুখে যাওয়ার। এদিকে শক্ত অবস্থানে আছে আইনশৃঙ্খলাবাহিনী।

 

ডিবিসি/নাসিফ

আরও পড়ুন