আন্তর্জাতিক

ইসরায়েল যুক্তরাষ্ট্রের 'দড়িতে বাঁধা কুকুর': খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৭ই জুলাই ২০২৫ ০১:১৯:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তাদের "মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পোষা কুকুর" হিসেবে আখ্যায়িত করেছেন।

একইসাথে তিনি দেশটির শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে, "বৃহত্তর আঘাতের" হুমকি দিয়েছেন।

 

খামেনির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, গত মাসে ১২ দিনের সংঘর্ষে ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল ইরানের শাসনব্যবস্থাকে দুর্বল করে এটিকে উৎখাত করা।

 

তাঁর মতে, "আগ্রাসনকারীদের হিসাব এবং পরিকল্পনা ছিল ইরানের নির্দিষ্ট কিছু ব্যক্তিত্ব ও সংবেদনশীল কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে শাসনব্যবস্থাকে দুর্বল করা।" এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে তাদের রাস্তায় নামিয়ে সরকার পতন ঘটানো।

 

আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কেবল "মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পোষা কুকুর" বলেই ক্ষান্ত হননি, তিনি এটিকে "ক্যান্সারাস টিউমার" হিসেবেও বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই এবং বেনিয়ামিন নেতানিয়াহুর (ইসরায়েলের প্রধানমন্ত্রী) বিরুদ্ধে সংগ্রাম প্রশংসার যোগ্য।

 

খামেনি আরও বলেন যে, ইরান এমন একটি আঘাত হানতে সক্ষম, যা সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতে দেখা গেছে তার চেয়েও বড় হবে।

 

তথ্যসূত্র দা টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন