দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এবং দেশটির সংসদ সদস্য মান্ডলা ম্যান্ডেলা ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যাত্রা করা একটি আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরে (ফ্লোটিলা) যোগ দিচ্ছেন।
"গ্লোবাল সুমুদ ফ্লোটিলা" নামে এই নৌবহরটি বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) এক ঘোষণায় জানায়, মান্ডলা ম্যান্ডেলাসহ দক্ষিণ আফ্রিকার ১০ জন নাগরিক তাদের সঙ্গে যোগ দিচ্ছেন।
নৌবহরটি এরই মধ্যে ৪৪টি দেশের প্রায় ২০০ জন মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও শিল্পীকে নিয়ে বার্সেলোনা থেকে যাত্রা শুরু করেছে। আগামী রবিবার (৭ই সেপ্টেম্বর) মে তিউনিসিয়া থেকে এটি গাজার উদ্দেশে চূড়ান্ত যাত্রা করবে বলে নির্ধারিত রয়েছে।
তিউনিসিয়ার উদ্দেশে জোহানেসবার্গ বিমানবন্দর ত্যাগ করার আগে মান্ডলা ম্যান্ডেলা সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে যারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল পরিদর্শন করেছে, তারা কেবল একটি সিদ্ধান্তে পৌঁছেছে: আমরা দক্ষিণ আফ্রিকায় যে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলাম, ফিলিস্তিনিরা তার চেয়েও অনেক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।’
তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'বিশ্ব সম্প্রদায়কে অবশ্যই ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখতে হবে, ঠিক যেমনটি তারা একসময় আমাদের (দক্ষিণ আফ্রিকার) পাশে দাঁড়িয়েছিল।'
মান্ডলা ম্যান্ডেলা জোর দিয়ে বলেন, ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের পেছনে ছিল আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা। তিনি বলেন, 'তারা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকাকে একঘরে করে ফেলেছিল এবং অবশেষে এর পতন ঘটিয়েছিল। আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনিদের জন্য এখন সেটাই করার সময় এসেছে।'
তথ্যসূত্র আনাদোলু এজেন্সি।
ডিবিসি/এমইউএ