আলজাজিরার প্রতিবেদন

ইসরায়েলের গাজা দখল করা 'প্রায় অসম্ভব': সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ১২:২৭:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজার দখলদারিত্ব ইসরায়েলের জন্য 'প্রায় অসম্ভব' বলে মনে করে সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা গ্লেন কার্লে আল জাজিরাকে জানান, গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের অভিজ্ঞতা থেকে এটি স্পষ্ট।

 

কার্লের মতে, ইসরায়েলের সামরিক বাহিনী তাদের পূর্ববর্তী গাজা দখলের অভিজ্ঞতা থেকে খুব ভালো করেই জানে যে এটি একটি 'ভয়াবহ সমস্যা' এবং 'প্রায় অসম্ভব' কাজ। বর্তমানে সামরিক বাহিনী সম্ভবত একই সমস্যার মুখোমুখি।

 

তিনি আরও বলেন, কিছু ইসরায়েলি সামরিক কর্মকর্তা নাকি অনুমান করেছেন যে হামাসকে সম্পূর্ণরূপে পরাজিত করতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এমন দীর্ঘ সময়সীমা কার্লেকে বিস্মিত করলেও, তিনি মনে করেন যে ইসরায়েলের সামরিক দখলদারিত্বের সময় অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

 

এই সমস্যাগুলোর মধ্যে মানবিক, বেসামরিক, রাজনৈতিক এবং সামরিক সংকট অন্যতম। কারণ, কার্লের মতে, অসন্তুষ্ট তরুণদের পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে বা সংগঠিতভাবে প্রতিরোধের ঘটনা ঘটতেই থাকবে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন