ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছে যে, একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা অস্ত্র পরিত্যাগ করবে না।
গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের পক্ষ থেকে হামাসের নিরস্ত্রীকরণের দাবি এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মন্তব্যের প্রতিক্রিয়ায় এই ঘোষণা দিল হামাস।
সম্প্রতি মার্কিন দূত স্টিভ উইটকফ মন্তব্য করেছিলেন যে, হামাস অস্ত্র পরিত্যাগে ইচ্ছুক। হামাসের বিবৃতিটি সেই মন্তব্য ও ইসরায়েলি দাবির সরাসরি জবাব।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা গত সপ্তাহে স্থগিত হয়ে যায়। এর মধ্যেই হামাস হাড্ডিসার অবস্থায় এক জিম্মির ভিডিও প্রকাশ করে। এরপর ইসরায়েলি সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে, জিম্মিদের দ্রুত মুক্তি দেওয়া না হলে গাজায় অবিরাম যুদ্ধ চলবে।
ডিবিসি/ এইচএপি