আন্তর্জাতিক

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে তীব্র মতবিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই আগস্ট ২০২৫ ০২:৩৮:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগের বিষয়কে কেন্দ্র করে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগের জবাবে সেনাপ্রধান জানিয়েছেন, সামরিক বাহিনীর সকল নিয়োগ যথাযথ প্রটোকল অনুসরণ করেই সম্পন্ন করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ অভিযোগ করেন, সেনাপ্রধান তার সাথে কোনো পূর্ব সমন্বয় বা সম্মতি ছাড়াই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত একটি বৈঠক করেছেন। এর প্রতিক্রিয়ায় আইডিএফের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রীর দাবি সঠিক নয় এবং নিয়োগ সংক্রান্ত আলোচনাটি নিয়ম মেনেই পূর্বনির্ধারিত ছিল।

 

আইডিএফের বিবৃতিতে আরও স্পষ্ট করা হয় যে, নিয়ম অনুযায়ী কর্নেল এবং তদূর্ধ্ব পদে কমান্ডার নিয়োগের ক্ষেত্রে সেনাপ্রধানই একমাত্র কর্তৃপক্ষ। তিনি জেনারেল স্টাফ ফোরামের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করেন। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাপ্রধান নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সেটি অনুমোদনের জন্য প্রতিরক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয় এবং মন্ত্রী সেই নিয়োগ অনুমোদন করতে বা নাও করতে পারেন।

 

প্রতিরক্ষামন্ত্রী কাটজ "পূর্ব সমন্বয় ও সম্মতি ছাড়া" বৈঠক করার কারণে পদোন্নতিতে অনুমোদন দেবেন না বলে জানালেও আইডিএফ সেই ঘোষণার পরই পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে।

 

তথ্যসূত্র: টাইমস অফ ইসরায়েল

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন