আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৪ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১২ই সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি বিপ্লবী আদালত।

দেশটির পশ্চিম আজারবাইজান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান নাসের আতাবাতি বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন। খবর মেহের নিউজ

 

এক বিবৃতিতে নাসের জানান, দণ্ডিত ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দেশের বিভিন্ন স্পর্শকাতর কেন্দ্রের ছবি, ভিডিও এবং গোপনীয় তথ্য সরবরাহ করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে তেহরান, উর্মিয়া, শাহরুদ এবং ইসফাহান শহরে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটানোরও অভিযোগ আনা হয়েছে।

 

ইরানের বিচার বিভাগ জানায়, অভিযুক্তরা মোসাদের এজেন্টদের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষ ফোন ও সিম কার্ড ব্যবহার করতেন। তারা ইরানের সামরিক স্থাপনা এবং সংবেদনশীল বিভিন্ন কেন্দ্র শনাক্ত করার কাজ করতেন এবং এর বিনিময়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণ করতেন।

 

উর্মিয়ার বিপ্লবী আদালত "জায়নবাদী शासকের শত্রুতার বিরুদ্ধে শান্তিরক্ষা ও নিরাপত্তা আইন"-এর অধীনে তাদের মৃত্যুদণ্ড প্রদান করে।

 

বিচারপতি নাসের আতাবাতি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যারা দেশের জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করবে এবং শত্রুদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ইরানের বিচার বিভাগ কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।'

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন