গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় রয়টার্সের চুক্তিভিত্তিক সাংবাদিক হুসাম আল-মাসরি (৪৯) নিহত হয়েছেন। সোমবার (২৫শে আগস্ট) একটি লাইভ ভিডিও ফিড পরিচালনা করার সময় তিনি এই হামলার শিকার হন।
সহকর্মী সাংবাদিকদের মতে, আল-মাসরি ছিলেন একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান। চরম বিপদগ্রস্ত পরিস্থিতির মধ্যেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি গাজার সাংবাদিকদের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছিল।
যুদ্ধ চলাকালীন সময়েও আল-মাসরি নিজের পরিবারের জন্য খাদ্য জোগাড় করতে এবং তাঁবুতে থেকে যুদ্ধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সহকর্মী সাংবাদিকরা।
সূত্র: রয়টার্স
ডিবিসি/পিআরএএন