আন্তর্জাতিক

ইসরায়েলে হামলা চালিয়েছে হুতিরা, বেজে উঠল সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০৯:১৫:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। মঙ্গলবার (৫ই আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

পরবর্তীতে টাইমস অব ইসরায়েল জানায়, হুতিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রের বাধাদানের পর কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাইরেনের শব্দ শোনা গেছে। ইতোমধ্যে হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকার সাইরেন বেজেছে সেখানকার বাসিন্দাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

 

এর আগে সোমবার (৪ঠা আগস্ট) ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুতি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে।

 

ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন