আন্তর্জাতিক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, তেল আবিবে বিস্ফোরণ–ধোঁয়ার কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই জুন ২০২৫ ০৭:৩৯:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এরপর শনিবার মধ্যরাতে আরেক দফা মিসাইল হামলা চালায় তেহরান।

শনিবার (১৪ই জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জরুরি সেবার বরাতে জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় ছোড়া মিসাইল মধ্য ইসরায়েলের একাধিক ভবনে সরাসরি আঘাত হেনেছে।

 

অপর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, মধ্য ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যারমধ্যে একটি ইরানি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে।

 

এ হামলার আগে সবাইকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার পর তারা আবারও বিধিনিষেধ তুলে নেয়। তারা জানায়, সাধারণ মানুষ চাইলে এখন আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারবেন। তবে তাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

 

প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান সর্বশেষ হামলায় কয়েক ডজন মিসাইল ছুড়েছে। তবে তারা নির্দিষ্ট সংখ্যাটি জানায়নি। এছাড়া হামলায় হতাহতের কথা স্বীকার করেছে ইসরায়েল। তারা বলেছে, আহতদের সহায়তা করা হচ্ছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন