আন্তর্জাতিক, আরব

ইসরায়েলি আগ্রাসনের সময় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে জুন ২০২৫ ০৭:২৩:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান দূতাবাস।

বৃহস্পতিবার (২৬শে জুন) এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইসরাইলের ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র নিন্দার জন্য ইরান কৃতজ্ঞ।

 

বিবৃতিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের অমূল্য সমর্থন ও সংহতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এতে আরও বলা হয়, বাংলাদেশী নাগরিক, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহানুভূতির প্রকাশ এবং দৃঢ় অবস্থান ন্যায়বিচার, স্বাধীনতা এবং মানবিক বিবেকের প্রতি জাতির অটল অঙ্গীকারকে তুলে ধরেছে।

 

ইরানি জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি আঞ্চলিক সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় জাতীয় সদিচ্ছার প্রতিফলন।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এ ধরনের সমর্থন  আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

বিবৃতিতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল একটি বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও। আমরা আবারও জোর দিয়ে বলছি, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতি মোকাবিলায় জাতিগুলোর পারস্পরিক সংহতি সর্বাধিক গুরুত্বপূর্ণ।

 

তথ্যসূত্র বাংলাদেশ সংবাদ সংস্থা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন