গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই সৃজনশীলতার এক অনন্য নজির গড়লেন ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক।
ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া একটি পরিত্যক্ত সাঁজোয়া যানকে তিনি রূপান্তর করেছেন মোবাইল ফোন চার্জিং স্টেশনে।
সৌরবিদ্যুতের ব্যবহার ও জনসেবা গাজায় বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকটের মধ্যে এই যুবক সাঁজোয়া যানটির ওপর সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। এর মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে তিনি তাঁর প্রতিবেশী এবং এলাকার বাস্তুচ্যুত পরিবারগুলোর মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন।
তথ্যসূত্র টিআরটি ওয়াল্ড
ডিবিসি/এমইউএ