আন্তর্জাতিক

ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েল এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে নতুন কোনো বিশ্ব রেকর্ডের আবেদন আপাতত গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সম্প্রতি ‘মাতনাত চাইম’ নামের একটি ইসরায়েলি এনজিওর করা আবেদন প্রত্যাখ্যান করার পর এই নতুন নীতির বিষয়টি প্রকাশ্যে আসে।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, মাতনাত চাইম আগামী মাসে দুই হাজার কিডনি দাতাকে একত্রিত করে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। আয়োজকরা চেয়েছিলেন এই বিশাল সমাগমটিকে বিশ্ব রেকর্ড হিসেবে গিনেস বুকে অন্তর্ভুক্ত করতে। কিন্তু গিনেস কর্তৃপক্ষ প্রায় দুই মাস আগেই তাদের জানিয়ে দেয় যে, বর্তমান পরিস্থিতির কারণে ইসরায়েল বা ফিলিস্তিনি এলাকা থেকে আসা কোনো আবেদন তারা গ্রহণ করছে না। এনজিওটির দাবি, গত অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা দুই দফায় আবেদন করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

 

এই বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, তারা সেখানকার সংবেদনশীল পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। দুঃখজনকভাবে বর্তমান পরিস্থিতিতে তারা ইসরায়েল বা ফিলিস্তিন, অথবা রেকর্ড গড়ার স্থান হিসেবে এই দুটি অঞ্চলের নাম থাকলে সেই আবেদনগুলো প্রক্রিয়া করছেন না। তবে এই নিয়মের একমাত্র ব্যতিক্রম হলো জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার সঙ্গে যৌথভাবে করা কোনো প্রচেষ্টা।

 

সংস্থাটির পক্ষ থেকে আরও জানানো হয়, ২০২৩ সালের নভেম্বর মাস থেকেই মূলত এই নীতি কার্যকর করা হয়েছে। তবে তারা সেখানকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং প্রতি মাসেই এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শীঘ্রই আবারও নতুন আবেদন গ্রহণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ওই মুখপাত্র।
 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন