প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার পথে বেশ ভালোভাবেই এগিয়ে গেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র আর কাতার। মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন।
ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে কাতারের রাজধানী দোহা যাওয়ার পথে এই ঘোষণা দেন রুবিও। গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর তিনি এই সফর শুরু করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, হামাস নেতারা ‘যেখানেই থাকুক না কেন’ সেখানে হামলার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। যদিও গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলার পর আরব ও মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা একটি শীর্ষ সম্মেলনের মাধ্যমে কাতারের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।
গাজা যুদ্ধে যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় কাতারকে অব্যাহতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রুবিও। তিনি বলেন, চুক্তি করার মত পর্যাপ্ত সময় নেই এখন। দোহা যাওয়ার আগে রুবিও বলেন, যদি বিশ্বের কোনো দেশ মধ্যস্থতা করতে পারে, তবে কাতারই একমাত্র সেই দেশ।
উল্লেখ্য, ইসরায়েলের হামলাকে কাতার ‘কাপুরুষোচিত’ এবং ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেছে। তবে সেই সাথে জানিয়ে দিয়েছে, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে তারা সরে আসবে না।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এফএইচআর