ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে ইরানে কাজ করার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার (৯ই আগস্ট) ইরানের বিচার বিভাগ জানিয়েছে। ইরান বলছে, গুপ্তচরদের প্রতি কোনো রকম নমনীয়তা দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
তেহরানে এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি জানান, গ্রেপ্তারকৃত ২০ জন সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে, তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি। ইরানের গণমাধ্যম তার উদ্ধৃতি দিয়ে বলেছে, "ইসরায়েলি শাসকদের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি বিচার বিভাগ কোনো নমনীয়তা দেখাবে না এবং কঠোর রায়ের মাধ্যমে তাদের প্রত্যেককে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করা হবে।"
ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা ইরানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বুধবার রুজবেহ ভাদি নামের একজন পরমাণু বিজ্ঞানীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং জুনে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরেক বিজ্ঞানীর তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে ইরানে অন্তত আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যারা ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
উল্লেখ্য, গত জুন মাসে ইসরায়েল ইরানের ওপর ১২ দিনব্যাপী বিমান হামলা চালায়। এই হামলায় ইরানের শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়। এর জবাবে ইরানও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
তথ্যসূত্র: রয়টার্স
ডিবিসি/এমএআর