উত্তর ইসরায়েলে গাড়ি চাপা ও ছুরিকাঘাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও জরুরি সেবা কর্মীরা জানিয়েছেন, শুক্রবার (২৬শে ডিসেম্বর ২০২৫) এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। তিনি প্রথমে উত্তর ইসরায়েলের বেইত শেয়ান শহরে পথচারীদের ওপর গাড়ি তুলে দেন। এতে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এরপর হামলাকারী গাড়ি নিয়ে দ্রুত একটি মহাসড়কের দিকে চলে যান।
সেখানে গাড়ি থামিয়ে তিনি ২০ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাত করেন। এতে ওই তরুণীরও মৃত্যু হয়। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি হামলাকারীকে গুলি করে থামান। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একজন কিশোরও সামান্য আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারী কয়েকদিন আগেই ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।
শুক্রবার এই হামলার ঠিক আগের দিনই (বৃহস্পতিবার) পশ্চিম তীরে ভিন্ন একটি ঘটনা ঘটেছিল। সেখানে এক ইসরায়েলি সেনাসদস্য রাস্তায় নামাজ পড়তে থাকা এক ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দেন। ওই সেনাসদস্য সাধারণ পোশাকে ছিলেন এবং এর আগে ওই এলাকায় গুলিও ছুড়েছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী সেই ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়ার কথা স্বীকার করেছে এবং জানিয়েছে ওই সেনাসদস্যকে বরখাস্ত করা হয়েছে। আহত ফিলিস্তিনি ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার একদিন পরেই শুক্রবার পাল্টা হামলার ঘটনাটি ঘটল।
তথ্যসূত্র আল জাজিরা
ডিবিসি/এমইউএ