ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, ইসরায়েল বরাবরই তাদের হয়ে যুদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করার চেষ্টা করে আসছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
আরাঘচি বলেন, এবার ইসরায়েল তাদের এই গোপন পরিকল্পনার কথা প্রকাশ্যে বলে দিচ্ছে। ইসরায়েলের চ্যানেল ১৪-এর একজন কূটনৈতিক সংবাদদাতার পোস্ট উদ্ধৃত করে তিনি এই মন্তব্য করেন।
ইরানের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে আরাঘচি বলেন, ইরানের রাজপথ এখন রক্তে ভেজা। তিনি সরাসরি ইসরায়েলকে দায়ী করে বলেন, তারা ইরানে বিক্ষোভকারীদের অস্ত্রশস্ত্র সরবরাহ করছে এবং এর ফলে শত শত মানুষের মৃত্যু হচ্ছে।
আরাঘচি উল্লেখ করেন, ইসরায়েল গর্বভরে বলছে তারা বিক্ষোভকারীদের হাতে মরণাস্ত্র তুলে দিয়েছে। আমাদের রাস্তায় যে রক্ত ঝরছে, তার পেছনে এটাই মূল কারণ।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেন, ট্রাম্প যদি সত্যিই ইরানে রক্তপাত বন্ধ করতে চান, তবে তার উচিত ইসরায়েলকে বিক্ষোভকারীদের অস্ত্র দেওয়া থেকে বিরত রাখা।
ইসরায়েলি সাংবাদিক তামির মোরাগ সম্প্রতি লিখেছিলেন, কিছু বিদেশি শক্তি ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র দিচ্ছে এবং এ কারণেই নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হচ্ছে। আরাঘচি এই বক্তব্যকেই ইসরায়েলের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে দেখছেন।
এদিকে, গত মাসের শেষ দিক থেকে ইরানে অর্থনৈতিক মন্দার কারণে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইরান সরকার শুরু থেকেই এই দাঙ্গা ও সন্ত্রাসবাদ-এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি করে আসছে।
তথ্যসূত্র টিআরটি ওয়াল্ড
ডিবিসি/এমইউএ