ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদ আব্দুলাহ নামে এক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ই জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত সাজিদ আব্দুলাহর বাড়ি টাঙ্গাইল জেলায়।
প্রত্যক্ষদর্শীরা এদিন বেলা একটার দিকে লাশটি পুকরে ভেসে উঠতে দেখলেও আবর্জনা মনে করে প্রথমে গুরুত্ব দেননি। পরে বিকেল ৫ টার দিকে এটি কিনারায় এলে উৎসুক শিক্ষার্থীদের ভীড় জমতে শুরু করে। পরে প্রক্টরিয়াল বডিকে জানালে বিকেল সাড়ে ৬ টার দিকে পুলিশ সদস্যদের উপস্থিততে পুকুর থেকে মরদেহটি তোলা হয়।
হল পুকুর পাড়ের দোকানী আকমল বিশ্বাস বলেন, “দুপুর একটার দিকে আমি পুকুরে কিছু একটা ভেসে থাকতে দেখি। প্রথমে আমি ময়লার স্তূপ মনে করেছিলাম। পরে আসরের আগে আগে এটা কিনারায় আসার পরে মানুষের লাশ বুঝতে পারি। তখন অন্য লোকজন আসে।”
এঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন সজিদের বন্ধুরা। ইনসান নামে এক বন্ধু কান্নাজড়িত কণ্ঠে বলেন, "গতকাল রাত ২ টা পর্যন্ত আড্ডা দিয়েছি। এই শোক সহ্য করা কঠিন।"
ডিবিসি/এমএআর