ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ও গৃহীত মনোনয়নের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে এই বিচারিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, আজ শুনানির দ্বিতীয় দিনে আপিল তালিকার ৭১ নম্বর থেকে ১৪০ নম্বর পর্যন্ত মোট ৭০টি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। শুনানিতে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি এবং নথিপত্র যাচাই-বাছাই করে তাৎক্ষণিক রায় প্রদান করছে কমিশন।
এর আগে গতকাল শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আবেদনের শুনানি সম্পন্ন হয়। প্রথম দিনের রায়ে নির্বাচন কমিশন ৫১ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে, যার ফলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন। তবে প্রথম দিনে ১৫টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩টি আবেদন পর্যবেক্ষণের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। উল্লেখযোগ্য একটি রায়ে, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।
ইসির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
ডিবিসি/এএমটি