বাংলাদেশ, রাজনীতি

ইসির ওপর সরাসরি আস্থা না রেখে সামগ্রিক সংস্কারে জোর এনসিপি'র

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২০শে এপ্রিল ২০২৫ ০৭:০৬:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচন কমিশনের ওপর সরাসরি আস্থা না রেখে সামগ্রিক সংস্কার প্রক্রিয়ার ওপর জোর দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (২০শে এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী।

 

এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান কমিশনের অধীনে নয়, বরং ঐকমত্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের সময় আগামী ২২শে জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।

 

প্রধান উপদেষ্টার আগে নির্বাচনী রোডম্যাপ নিয়ে ইসি কথা বলায় সন্দেহ প্রকাশ করেন নাসির উদ্দিন। তিনি বলেন, সংস্কারের মাধ্যমেই হবে নির্বাচন। ইসিকে সেপথেই হাটতে আহ্বান জানান মুখ্য এ সমন্বয়ক। গত তিন নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবিও জানানো জানান এনসিপির নেতৃবৃন্দ। ঋণক্ষেলাপীদের বিষয়ে ইসিকে নির্বাচনের তিন মাস আগে সিদ্ধান্ত নেয়ার কথাও বলা হয় বৈঠকে।

 

ডিবিসি/রাসেল

আরও পড়ুন