নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর কঠোর নির্দেশনা মেনে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে আগাম নির্বাচনী প্রচার সামগ্রী সরিয়ে ফেলার কাজ চলছে।
যে সড়ক ও গলির মোড়ে দুদিন আগেও নির্বাচনী ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে ছিল, তা এখন অনেকটাই পরিচ্ছন্ন রূপ নিয়েছে।
ইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ রয়েছে।
বরিশালের বিভিন্ন অলিগলি পরিষ্কার দেখা গেলেও, খুলনা নগরীতে এখনো প্রার্থীদের নির্বাচনী প্রচারের উপকরণ, বিশেষ করে বিলবোর্ড ও পোস্টার যত্রতত্র দেখা যাচ্ছে।
তবে প্রার্থীরা জানিয়েছেন, তারা বিধিনিষেধ মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং দ্রুতই সব সরিয়ে ফেলা হবে।
ডিবিসি/এনএসএফ