বাংলাদেশ, রাজনীতি

ইসির রিমোট কন্ট্রোল অন্যের হাতে: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে অক্টোবর ২০২৫ ০১:৪৬:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্যের হাতে।

আজ রবিবার (১৯শে অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিবের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি।

 

এনসিপির এ নেতা বলেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার মতো বর্তমান কমিশনের কোনো যোগ্যতা নেই। নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

 

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি দিয়ে শাপলা অর্জন করা হবে। মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন