জাতীয়

ইসি গঠনে সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ৬ই ফেব্রুয়ারি ২০২২ ১১:৫০:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের নিয়োগের সুপারিশ চূড়ান্ত করার উদ্দেশ্যে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দিতে রবিবার বিকেল সোয়া চারটার দিকে সার্চ কমিটির ৬ সদস্য সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে উপস্থিত হন। এতে নেতৃত্ব দেন সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং রাষ্ট্রপতির মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক হলেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে, নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

৬ সদস্য বিশিষ্ট কমিটি যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম প্রস্তাব করবেন। এরমধ্যে পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন।

আরও পড়ুন