আন্তর্জাতিক, এশিয়া

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে এয়ারপোর্ট বন্ধ করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা সেপ্টেম্বর ২০২৫ ০৬:৩৮:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেন থেকে ছোড়া একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৩রা সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল খবরটি প্রকাশ করে।

 

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে। এর ফলে সতর্কতা হিসেবে কর্তৃপক্ষ বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথ বন্ধ করে দেয়। ইয়েমেনি সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালিয়েছে। 

 

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযানে 'প্যালেস্টাইন–২ ক্লাস্টার' এবং 'জুলফিকার' নামের দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি আরও দাবি করেন, এই হামলার কারণে হাজার হাজার ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইয়েমেন ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে আসছে এবং একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে, যার ফলে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে।
 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন