অর্থনীতি

ঈদকে ঘিরে রিজার্ভ বেড়ে ৪৫ বিলিয়ন ডলার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৪:৪৯:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদের আগে প্রবাসীদের পাঠানো আয়ে বড় প্রবৃদ্ধি হয়েছে। এর ওপর ভর করেই বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার মজুত প্রথমবারের মতো ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার অতিক্রম করেছে।

গেল এপ্রিলে প্রবাসীরা সব মিলিয়ে ২০৬ কোটি ডলার পাঠিয়েছেন। মে মাসের প্রথম দুইদিনে প্রবাসী আয় এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার। এর ফলে বৈদেশিক মুদ্রার মজুত ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

সোমবার (৩ মে) দিন শেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৫১০ কোটি ডলারে। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের ১৭৪ কোটি ৩০ লাখ ডলার বিল বাকি রয়েছে। যা আজ  মঙ্গলবার (৪ মে) পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভের পরিমাণ কিছুটা কমবে। এই রিজার্ভ দিয়ে প্রতি মাসে চার বিলিয়ন ডলার হিসাবে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

আরও পড়ুন